পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সরকার তার সাজা কার্যকর করবে।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে নিজ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
সারাহ কুকের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে মন্ত্রী বলেন, মানবাধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা না হলেও এই ক্ষেত্রে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করবে বাংলাদেশ।
এর আগে ব্রিটিশ হাইকমিশনার সাংবাদিকদের জানান, নিরাপত্তা, বাণিজ্য, জলবায়ু ও রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশের সাথে তার দেশ সম্পর্ক আরও জোরদার করবে।
মানবাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নতুন সরকার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্তরাজ্য কাজ করে যাবে বলেও জানান সারাহ কুক।