প্যাট কামিন্সের টানা দ্বিতীয় হ্যাটট্রিকে আফগানিস্তানকে ১৪৮ রানে আটকে দিয়েছিল অস্ট্রেলিয়া। তবে এই আফগানিস্তান ঘুরে দাঁড়াবার গল্প লেখায় যে ওস্তাদ, তা আবার প্রমাণ করলো।
এবার আর ওয়ানডে বিশ্বকাপের মতো হৃদয়ভাঙ্গার গাঁথা নয়, উল্টো অস্ট্রেলিয়ার মনোবল গুঁড়িয়ে জয় তুলে নিয়েছে আফগানরা। জয় তুলে নিয়েছে ২১ রানের।
সেমিফাইনালে যেতে অস্ট্রেলিয়ার ১৪৯ রানের সমীকরণ সহজ ছিল। জিতলেই সেমিফাইনাল। এই জয়ে অজিদের পাশাপাশি ভারতও শেষ চারে উঠে যেত।
তবে বাঁচা-মরার ম্যাচ হতাশার পরাজয়কে সঙ্গী করল অজিরা। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ঐতিহাসিক জয়ে সেমিফাইনালের স্বপ্ন মজবুত করলো আফগানিস্তান।
শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করে আফগানরা। জবাবে ১৯.২ ওভারে ১২৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।