28.9 C
Chittagong
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিরোনামবান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কুকি-চিন সদস্য নিহত

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কুকি-চিন সদস্য নিহত

বান্দরবানে বুধবার সকালে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের এক সদস্য নিহত হয়েছেন। সংগঠনটির আরও এক সদস্যকে আটক করা হয়েছে।

থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সিংসং পাড়া এলাকায় চালানো এ অভিযানে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে যৌথবাহিনী।

আইনশৃঙ্খলাবাহিনীর ভাষ্য, থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের তাজিংডং এলাকা সংলগ্ন চিংসং পাড়ায় কেএনএফ সদস্যরা অবস্থান করছে– এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল আজ সকালে অভিযানে যায়।

তখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে কেএনএফ সদস্যরা গুলি করলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়।

গোলাগুলির এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে কেএনএফের এক সদস্য নিহত হয়। আটক করা হয় কেএনএফের আরেক সদস্যকে।

এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় নিহত ও আটক কেএনএফ সদস্যের নাম–পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের এক সদস্য নিহত হয়েছে।

মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় আরেক কেএনএফ সদস্যকে আটক হয়েছে।’

ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী।