13.4 C
Chittagong
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজখাগড়াছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিঘ্নিত

খাগড়াছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিঘ্নিত

সারাদেশ ডেস্ক :

টানা ভারী বর্ষণে খাগড়াছড়ির সাপমারা নামক এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা-চট্টগ্রামে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার (২ জুলাই) ভোরে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাসগুলো রাস্তার মাঝেই আটকে রয়েছে।

খাগড়াছড়ির ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা সড়ক থেকে মাটি সরানোর কাজ করছি। সহসাই সড়কে যান চলাচল স্বাভাবিক হবে। সড়কের বেশ কিছু স্থানে পাহাড় ধসের ঝুঁকি দেখা দিয়েছে বলেও জানান তিনি।

এদিকে, টানা বর্ষণে নদ-নদীর পানি বেড়ে খাগড়াছড়ির নিচু এলাকায় প্লাবিত হয়েছে। চেঙ্গী ও মাইনী নদীর পানি বিপদ সীমার ওপরে প্রবাহিত হচ্ছে।

জেলা সদরের মুসলিমপাড়া, গঞ্জপাড়াসহ কয়েকটি নিচু এলাকায় পানি উঠেছে। বৃষ্টি অব্যাহত থাকলে আরও বেশ কিছু এলাকা প্লাবিত হওযার আশঙ্কা রয়েছে।