চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন একে খান এলাকার রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুলাই) দুপুর ২টায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থীর নাম এস এম আবদুল লাবিব (১৬)। সে পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার আবদুল বারেক মেম্বার বাড়ির মো. আবদুল মতিনের ছেলে। লাবিব নেছারিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
ট্রেনে কাটা পড়ে মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।
তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে একে খান এলাকার রেললাইনে ট্রেনে কাটা পড়া এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে সে কাটা পড়েছে তা জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বলা যাবে।
মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানালেন রেলওয়ে থানার ওসি।