চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকার একটি ডাস্টবিন থেকে বস্তাবন্দী অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকাল ৯ টার দিকে বায়েজিদের তুলাতলি এলাকা থেকে লাশটি উদ্ধার হয়।
বায়েজিদ থানার এসআই আবুল হোসেন তথ্যটি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা ডাস্টবিনে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন।
খবর পেয়ে দ্রুত টিম নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে স্থানীয়দের সহায়তায় বস্তাটি উদ্ধার করি। বস্তার ভেতরে ছিলো আনুমানিক ৬ মাস বয়সী এক শিশুর লাশ।
কোন পরিচয় না পেয়ে পরে শিশুর লাশটি দাফন করা হয়।