22.2 C
Chittagong
রবিবার, ১৬ মার্চ ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

জাতীয় ডেস্ক :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ১৬ জুলাই।

তিনি ২০০৭ সালের আজকের দিনে ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারাবন্দি হন। প্রায় ১১ মাস কারাবন্দি থাকার পরে জামিনে মুক্তি পান শেখ হাসিনা।

সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দায়ের করা মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই ধানমণ্ডির বাসভবন সুধা সদন থেকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়।

খুব ভোরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাঁর বাসা ঘেরাও করেন। তাঁকে গ্রেপ্তার করে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে শেখ হাসিনাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের গেটে দাঁড়িয়ে তিনি প্রায় ৩৬ মিনিট বক্তব্য দেন এবং তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ জানান।

আওয়ামী লীগ এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শেখ হাসিনাকে গ্রেপ্তারের প্রতিবাদ ওঠে। দেশ-বিদেশের নানা চাপের মুখে ২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনাকে মুক্তি দেওয়া হয়।