19 C
Chittagong
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলারাতে মাছ ধরতে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল লাশ

রাতে মাছ ধরতে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল লাশ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া খুদুকখালী গ্রামের ৭নং ওয়ার্ডস্থ হাজি কালামিয়া পাড়ার মরহুম আবদুর রহিমের ছেলে মো. আরিফ (৩৩)।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়ি থেকে মাছ ধরার উদ্দ্যেশ্যে জাল নিয়ে বেরিয়ে আর ফিরে আসেনি। রাতভর সম্ভাব্য সকল স্থানে ও স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি।

পরদিন সকালে একই এলাকার কোনাখালী বিল থেকে তার নিথর দেহ উদ্ধার করে এলাকাবাসী। পরে স্বজনদের খবর দিলে তারা এসে আরিফের মরদেহটি শনাক্ত করে।

মৃত আরিফের চাচাতো ভাই মো. সরওয়ার উদ্দীন মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চি করে বলেন, রাতে মাছ ধরতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন আরিফ ভাই। সকালে বাড়ির পাশের কোনাখালী বিলে তার লাশ পাওয়া যায়।

এদিকে খবর পেয়ে থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে জানালেন বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম।