Homeবিনোদোনমিশু সাব্বিরকে সত্যি সত্যি ভিক্ষা দিয়েছে মানুষ, দুইদিনে আয় এক হাজার টাকা

মিশু সাব্বিরকে সত্যি সত্যি ভিক্ষা দিয়েছে মানুষ, দুইদিনে আয় এক হাজার টাকা

একজন অ’ভিনেতা তখনই সার্থক হন, যখন মানুষ তার চরিত্রকে সত্য ভাবতে শুরু করে। নি’খুঁত অ’ভিনয়ই একজন অ’ভিনেতার আসল দক্ষতা। তেমনই একজন সফল অ’ভিনেতা মিশু সাব্বির।

সম্প্রতি একটি ভিক্ষুক চরিত্রে অ’ভিনয় করে নজর কে’ড়েছেন মিশু সাব্বির। রাস্তায় শুটিং করতে গিয়ে মানুষ তাকে ভি’ক্ষুক ভেবে সত্যি সত্যি ভি’ক্ষা দিয়েছে! মাবরুর রশিদ বান্নাহ’র ‘দ্য বেগার’ নাট’কটি ঈদুল ফিতরে ইউটিউবে বেশ সাড়া ফেলেছে।

এ বিষয়ে নির্মাতা বান্নাহ বলেন, ‘মিশু ভাই শুটিংয়ের দুই দিনে প্রায় এক হাজার টাকা ইনকাম করেছেন। মানুষ বুঝতেই পারেনি তিনি মিশু সাব্বির। তিনি আরও বলেন, ‘শু’টিংয়ের আগে মিশু ভাইয়ের সাথে চারবার মিটিং করেছি। কী’ভাবে অ’ভিনয় করতে হবে সব আলোচনা করে নিয়েছিলাম। মিশু ভাই হোমওয়ার্কটা খুব ভালো করে করেছিলেন।

আরো পড়ুনঃ   সস্ত্রীক পাবনা মানসিক হাসপাতালে গেলেন নোবেল
আরো পড়ুনঃ   নোবেলের বিরুদ্ধে জিডি

যে কাজগুলোতে হোমওয়ার্ক থাকে এবং শু’টিংয়ের আগে প্লানটা গোছানো হয় সেই কাজের রেজাল্ট ভালো আসতে বাধ্য। আমা’র এই নাট’কের শু’টিংয়ের আগে মিশু সাব্বির আগে পরে কোনো শু’টিং রাখেনি। তার শ্রমটা অন্যান্য কাজের চেয়ে বেশি ছিল।

নষ্ট খেজুর বিক্রি করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন...

সর্বশেষ সংবাদ