30.4 C
Chittagong
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাবাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো মিস্ত্রির

বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো মিস্ত্রির

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত রাজমিস্ত্রি মো. হোছেন (২৩) মারা গেছেন।

দুর্ঘটনায় আহত হওয়ার চারদিন পর গতকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

মো. হোছেন উপজেলা পৌরসভার উত্তর জলদী ভাদালিয়া ১নং ওয়ার্ডের হাজ্বী আব্দুল কাদের সিকদার বাড়ীর কবির আহমদের ছেলে।

স্বজনরা জানান, মো. হোছেন গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কালীপুর ইউনিয়নের ওইট্টালতল পালপাড়া এলাকার পলাশ সুশীলের ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে কাজ করছিলেন।

এসময় অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় হোছেন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি দেন।

কর্তব্যরত চিকিৎসক জানান, বিদ্যুৎস্পৃষ্টে তার শরীরের প্রায়ই ৬০ শতাংশ পুড়ে ঝলসে যায়। চারদিন চিকিৎসাধীন থেকে অবশেষে মৃত্যুর কাছে হার মানল রাজমিস্ত্রি মো. হোছেন।

মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যেন, বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়।