কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে মোহাম্মদ আসমাইন (১৩) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার সকাল ৯ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্ট এ ঘটনা ঘটে।
নিখোঁজ আসমাইন শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া করিমুল হকের ছেলে এবং কক্সবাজার ভোকেশনাল ইনস্টিটিউটের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
নিখোঁজের স্বজনদের বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মো. মাসুদুল ইসলাম বলেন, সোমবার সকালে কক্সবাজার সৈকতের শৈবাল পয়েন্টে মোহাম্মদ আসমাইনসহ ৬ বন্ধু মিলে সাগরে গোসল করতে নামেন।
এক পর্যায়ে স্রোতের টানে তিনজনই ভেসে যায়। এ সময় সেখানে উপস্থিত অন্য বন্ধুদের শোরগোল ও চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মীরা তাদের উদ্ধারে নামেন।
এতে দুইজনকে মুমূর্ষাবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেও আসমাইন স্রোতে ভেসে যায়। পরে সাগরের বিভিন্ন পয়েন্টে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ সুপার আরও বলেন, ‘নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানে সাগরের বিভিন্ন পয়েন্টে বিচ কর্মী, লাইফগার্ড কর্মীদের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।