27.6 C
Chittagong
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিরোনামচট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন

চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন

রাজধানীর কমলাপুর রেল স্টেশনে চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি। শনিবার (২২ জুন) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টলা এক্সপ্রেস ট্রেনটির স্পার্কলিং থেকে পাওয়ারকারে (বিদ্যুৎ উৎপাদন রুম) আগুন লাগে। এর অল্প অল্প সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কমলাপুর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, পাওয়ারকারে অতিরিক্ত গরমের কারণে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন ছড়িয়ে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

অন্যদিকে, ঈদের ছুটি শেষে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে, ফলে কমলাপুর স্টেশনে ছিল প্রচণ্ড ভিড়। আর এ আগুনে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছিল। তবে তারা পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।