24.1 C
Chittagong
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামকোতোয়ালীতে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

কোতোয়ালীতে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন বলুয়ারদিঘির পাড় এলাকায় আপন শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে জাতীয় জরুরি সহায়তা সেবা ৯৯৯-এর মাধ্যমে ঘটনাটি জানতে পেরে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে পাষন্ড পিতা প্রদীপ বণিককে আটক করে থানায় নিয়ে যায়।

একই সাথে ধর্ষিতা শিশুটিকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করানো হয়। এদিকে এ ঘটনায় আটক প্রদীপের বিরুদ্ধে ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

ভিকটিমের স্বজনরা জানান, কন্যাশিশুটির মা একজন পোশাকশ্রমিক আর বাবা নৈশপ্রহরীর কাজ করতেন। বেশ কিছুদিন ধরেই মায়ের অনুপস্থিতিতে শিশুকন্যার সাথে অনৈতিকভাবে মেলামেশার চেষ্টা করে আসছিলেন বাবা প্রদীপ বণিক।

কিছুদিন আগেও জোরপূর্বক ধর্ষণ করলে বিষয়টি মাকে খুলে বলে শিশু কন্যাটি। তবে পুরো বিষয়টি অবিশ্বাস্য মনে হওয়ায় শিশুটির হাতে একটি মোবাইল ফোন দিয়ে ভবিষ্যতে এ ধরনের কাজ করার চেষ্টা করলে ভিডিও করে রাখার পরামর্শ দেন মা।

সবশেষ রবিবার বিকাল তিনটার দিকে প্রদীপ বণিক অনৈতিক কাজের চেষ্টা করলে শিশুকন্যাটি কৌশলে মোবাইলের ভিডিও সচল করে দেয় এবং মা গার্মেন্টস থেকে ফিরলে সেই ভিডিও তাকে দেখায়। পরে সন্ধ্যার দিকে জাতীয় জরুরি সহায়তা সেবা ৯৯৯-এ ফোন করে ঘটনাটি কোতোয়ালী থানায় জানায় ভিকটিমের মা। পরে পুলিশ এসে প্রদীপ বণিককে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, এ ঘটনায় মেয়েটির মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।