24.1 C
Chittagong
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলারাউজানে যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা

রাউজানে যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের রাউজানে প্রতিপক্ষের হামলায় কমর উদ্দিন টিটু (২৭) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) রাত পৌনে ১০টার দিকে হলদিয়া আমীর হাট বাজারের পশ্চিম দিকে তাকে ছুরিকাঘাত এবং পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

নিহত কমর উদ্দিন টিটু রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের উত্তর সর্ত্তা গ্রামের মনু পেটান তালুকার বাড়ির মুহাম্মদ আলীর ছেলে।

জানা যায়, কমর উদ্দিন দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটান। মাঝে-মধ্যে বাড়ি আসা যাওয়া করতেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে এসে বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের সঙ্গে চলাফেরা করতে থাকেন।

পাশাপাশি এলাকায় সিন্ডিকেট করে মাটিকাটা, ফসলি জমির ভরাট কাজ এবং সর্ত্তা খালের বালু উত্তোলন করার কাজ শুরু করতে থাকেন।

এ নিয়ে দ্বন্দ্ব শুরু হয় নিজেদের মধ্যে। তা নিয়ে বিরোধের জেরে শনিবার রাত পৌনে ১০টার দিকে আমীর হাট বাজারে তার সঙ্গে বিবাদ হয় প্রতিদ্বন্দ্বিদের সঙ্গে। তারই জেরে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে এবং উপর্যুপরি ছুরিকাঘাত করে।

দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. প্রসেনজিৎ বলেন ‘লোকটিকে (কমর উদ্দিন) সোয়া ১০টার দিকে হাসপাতালে আনা হয়। তখন তাকে আমরা মৃত পাই। তার বুকের দুই পাশে দুটি ধারাল ছুরিকাঘাতের মতো গর্ত পাওয়া গেছে।

কমর উদ্দিন নামের একজন হত্যার শিকার হওয়ার বিষয়টি উপজেলা বিএনপি নেতা মোছলেহ উদ্দিন ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম নিশ্চিত করেছেন। তবে কি কারণে ঘটনা হয়েছে, তা জানে না বলে জানান।

এদিকে ইউনিয়ন বিএনপি ও যুবদল কর্মিরা জানান, নিহত কমর উদ্দিন যুবদল কর্মী। তবে তার কোনো নির্দিষ্ট পদ নেই। তিনি সাধারণ সদস্য।

আরেকটি সূত্র জানায়, ৫ আগস্টের পর বাড়ি ফিরে কমর উদ্দিন এলাকায় নানা অপরাধেও জড়িয়ে পড়েন।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, দলীয় পোস্টারকে কেন্দ্র করে দু পক্ষের মধ্য মারামারি বিষয়টি শুনেছি। এতে হামলায় তিনি আহত হলে চমেক হাসপাতালে নেওয়ার পথে মারা যাওয়ার কথাও শুনেছি।

তবে এ ব্যাপারে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।